06 September 2018

আফগানিস্তানে বিমান হামলায় ১০ সন্ত্রাসী নিহত


আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারে বিমান হামলায় ১০ সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতদের মধ্যে তালেবানের হয়ে কাজ করত এমন এক বিচারক ও এক চিকিৎসক ছিলেন বলে জানিয়েছে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া।

গতকাল বুধবার স্থানীয় সময় ভোরে আফগান বিমান বাহিনী এ হামলা চালায়। মায়ান্দ জেলার জেলা প্রধান হাজি লালা জানান,বুধবার ভোরে একদল সন্ত্রাসী মায়ান্দ জেলার বান্দ-ই তিমুর এলাকায় নতুন স্থাপিত চেক পয়েন্টে হামলার চেষ্টা চালানোর কারণে আফগান বিমান বাহিনী এ হামলা চালায়।

গত এক মাস থেকে তালেবানের শক্ত ঘাঁটি কান্দাহারে সরকারি নিরাপত্তা বাহিনীর অভিযানের কারণে নিরাপত্তা পরিস্থিতি উন্নত করা হচ্ছে। তবে মাঝে মাঝেই সন্ত্রাসীরা সরকারের স্বার্থ সংশ্লিষ্ট নানা জায়গায় হামলা চালিয়ে যাচ্ছে।


শেয়ার করুন

0 facebook: