স্বদেশবার্তা ডেস্কঃ বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, শ্রমিক দল ও মৎস্যজীবী দলের ২৮ জন নেতাকর্মীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পাশাপাশি চার জনের রিমান্ড আবেদন শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।
১১ সেপ্টেম্বর, মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম এ আদেশ দেন। আদালতের আদেশের বিষয়টি জানান আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া। তিনি জানান, ১০ সেপ্টেম্বর, সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন এসব নেকাকর্মীরা।
সানাউল্লাহ মিয়া আরও জানান, কর্মসূচি পালন শেষে বাড়ি ফেরার সময় তাদেরকে গ্রেফতার করে পুলিশ। ২৮ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। চারজনের রিমান্ড আবেদন শুনানির অপেক্ষায় রাখা হয়েছে এবং বাকিদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার ৫৯ জনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগ এনে যাত্রাবাড়ি, রমনা, শাহবাগসহ রাজধানীর ছয় থানায় মামলা করে পুলিশ। মঙ্গলবার আসামিদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেওয়া হয়। তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছেন, ঢাকাসহ সারাদেশে দুই শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।
0 facebook: