19 September 2018

আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করা হবেঃ মওদুদ


স্বদেশবার্তা ডেস্কঃ আইনি প্রক্রিয়ায় নয়, বরং রাজপথে আন্দোলনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

আজ বুধবার সকালে রাজধানীর প্রেসক্লাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

মওদুদ আহমদ বলেন, ‘নিম্ন আদালত সম্পূর্ণরুপে সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে। এ কারণে বিভিন্ন অজুহাতে খালেদা জিয়ার জামিন বিলম্বিত করা হচ্ছে। আইনজীবীদের যথেষ্ট চেষ্টা সত্ত্বেও সরকারের প্রভাবের সঙ্গে তারা পেরে উঠছে না।’

তিনি আরও বলেন, ‘আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। রাজপথে আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করতে হবে।’

কারাবন্দী খালেদা জিয়াকে মুক্ত করতে বৃহত্তর জাতীয় ঐক্যের প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।


শেয়ার করুন

0 facebook: