19 January 2019

সোনার বাংলা গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী


স্বদেশবার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের লোকজন বারবার ভোট দিয়ে আমাদের সেবা করার সুযোগ দিয়েছেনবাংলাদেশ হবে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশএ লক্ষ্য বাস্তবায়ন করতে হলে দেশকে দুর্নীতি ও মাদকমুক্ত করতে হবেমুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে দেশগড়ে তুলতে সব শ্রেণিপেশার মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় উদযাপনে আওয়ামী লীগের বিজয় সমাবেশে দেয়া বক্তৃতায় শেখ হাসিনা এ কথা বলেন তিনি বলেন, তৃণমূল পর্যায়ের মানুষের জীবন উন্নত করবসুশিক্ষা নিয়ে দেশের মানুষ নিজের জীবন গড়ে তুলবে

বঙ্গবন্ধু কন্যা বলেন, জয়-পরাজয় একটি নির্বাচনের স্বাভাবিক ব্যাপারআওয়ামী লীগ নির্বাচনে জয়ী হয়েছে, এটা সত্যতবে দলমত নির্বিশেষে সবার জন্য আমাদের সরকার কাজ করে যাবেপ্রতিটা মানুষের জীবন মান উন্নয়নে রাজনৈতিক দলমত দেখা হবে নাযারা ভোট দিয়েছেন, যারা দেননি, সবার জন্য কাজ করার প্রতিশ্রুত ব্যক্ত করেন তিনি

নৌকা প্রতীকে ভোট দেয়ায় তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ শক্তি সবসময় বিজয় অর্জন করে, এই নির্বাচনে সেটাই প্রমাণিত হয়েছেনির্বাচনে অংশগ্রহণ করা সব রাজনৈতিক দলকে ধন্যবাদ জানান শেখ হাসিনা তিনি বলেন, এ রায় জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধেশান্তি ও উন্নয়নের পক্ষে রায় দিয়েছে জনগণঅন্ধকার থেকে আলোর পথের যাওয়ার রায় দিয়েছে জনগণএ রায় হচ্ছে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার রায়

উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গিকার করে তিনি বলেন, বাংলাদেশে স্বাধীনতাবিরোধী, দুর্নীতিবাজ ও জঙ্গিবাদের কোনো স্থান হবে না এসময় প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পূর্ণ করার কথা বলেন তিনিবাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন

শেখ হাসিনা বলেন, ব্যক্তিগত জীবনে আমার চাওয়া পাওয়া নেইজীবন উৎসর্গ করে ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়বদেশে একটি লোকও না খেয়ে থাকবে না বলে জানান তিনি


শেয়ার করুন

0 facebook: