![]() |
স্টাফ রিপোর্টার।। বিয়ে করেছেন লিটন দাস, শুরু করেছেন নিজের জীবনের দ্বিতীয় ইনিংস। জাতীয় দলের এই ক্রিকেটার ব্যক্তিগত কারণ দেখিয়ে শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নেন। এই ছুটিতেই ঘর বাঁধার কাজ সেরে ফেললেন জনপ্রিয় ক্রিকেট তারকা।
রবিবার (২৮ জুলাই) লিটনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এদিন সকালে রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে দেবশ্রী বিশ্বাস সঞ্চিতের সাথে সাত পাকে বাঁধা পড়েন তিনি। রাতেই অনুষ্ঠিত হয়েছে বিবাহোত্তর সংবর্ধনা।
তবে বিয়ের দিন লিটনের পোশাক নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। বিয়ের শেরওয়ানীর সাথে ভারতের পতাকা স্ব-দৃশ্য চাদর(উত্তরী) নিয়ে কথা তুলেন কেউ কেউ।
অনেকে বলছেন, এটা তার ভারতপ্রেমের অংশবিশেষ। আবার বাজে মন্তব্য করতেও পিছপা হচ্ছেন না অনেকে।
তবে আবার অনেকের দাবি, এই ছবিতে ভারতীয় পতাকা এডিট করে বাসানো হয়েছে শুধুমাত্র লিটন কুমার দাসকে হেয় করার উদ্দেশ্যে।
এখন দেখার বিষয় ঘটনাটি কতটা সত্য। আসলেই লিটন দাস ভারতীয় পতাকা চাদর(উত্তরী) হিসাবে ব্যবহার করেছেন, নাকি তা এডিট করে বসানো হয়েছে।
খবর বিভাগঃ
জাতীয়
হিন্দু সমাচার
0 facebook: