15 August 2019

কুড়িগ্রামে একসঙ্গে ৭ ও ৮ বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগে ১৮ বছরের কিশোর আটক


স্টাফ রিপোর্টার।। কুড়িগ্রামে একসঙ্গে দুই কাজিনকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। সদর উপজেলায় মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার শিশু দুটির বয়স ৭ এবং ৮ বছর। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। এ ঘটনায় এক শিশুর মা থানায় অভিযুক্তের নামে একটি মামলা করেছেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রুবেল মিয়াকে (১৮) হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছেন স্বজনরা। বুধবার তাকে কুড়িগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সঞ্চিতা বিশ্বাসের আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেয়। অপরদিকে শিশু দুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই দুই শিশুর স্বজনরা জানান, প্রতিবেশির বাড়িতে বিয়ে ছিল। সেই বিয়ে দেখতে গিয়েছিল এ দুই শিশু। এক পর্যায়ে প্রতিবেশী হোসেন আলীর ছেলে রুবেল মিয়া সেখান থেকে ফুসলিয়ে নিজের ফাঁকা বাড়িতে নিয়ে যায়, অতঃপর তাদের একসাথেই ধর্ষণ করে।

তারা জানান, এ অবস্থায় ওই দুই শিশুকে ছেলেধরা ধরে নিয়ে গেছে বলে আরেক শিশু চিৎকার করলে স্বজনরা গিয়ে তাদের উদ্ধার এবং রুবেল মিয়াকে হাতেনাতে ধরে ফেলে। এরপর তারা তাকে পুলিশে সোপর্দ করেন।

এ প্রসঙ্গে সদর থানার ওসি রাজু আহমেদ জানান, মামলার একমাত্র আসামি রুবেল মিয়াকে আটক করা হয়েছে। আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানো আদেশ দেওয়া হয়। জেনারেল হাসপাতালে শিশু দুটির ডাক্তারি পরীক্ষা চলছে।


শেয়ার করুন

0 facebook: