সিলেট প্রতিনিধিঃ সিলেটের ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীর উপর রেল সেতুতে ঘুরতে আসা লোকজন সেলফিতে মগ্ন হয়ে
প্রাণনাশের আশংকা বাড়ছে। শনিবার সকালে এরকম দুই যুবক হাটতে হাটতে রেল সেতুতে উঠে পড়েন।
সেতুতে সেলফি তুলতে গিয়ে জীবনের কথা ভুলে যান। তাদের পিছনে পিছনে উঠে পড়েন আরেক জন
বাক প্রতিবন্ধী।
সেতুর
উত্তর পাশ থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস হর্ন দিলে তাদের পিলে চমকে উঠে! কিন্তু না
আছে দাঁড়াবার যায়গা না আছে কোন পারে যাবার সুযোগ। অবস্থা দেখে ফেঞ্চুগঞ্জ বাজারের লোকজন
তিনটি প্রান যাবার আশংকায় আহাজারি শুরু করেন। কঠিন অদ্ভুত এই পরিস্থিতিতে থমকে যায়
এলাকা! সেতুর সেলফিবাজ ও ভয়ে আতংকে স্বাভাবিক হাটাও ভুলে যায়।
কিন্তু
তিন প্রান বাচাতে ঝুকি নেন কালনী এক্সপ্রেসের মহান সেই চালক। সেতুর উপরই তিনি দক্ষতার
সাথে ট্রেনে গতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হোন।
মৃত্যুর
মুখ থেকে ফিরে আসা তিন লোক বিস্ময়ে স্তব্ধ হয়ে যান! তারা সেতুর দক্ষিন পার দিয়ে নেমে
আসেন। সেতুর নিচে জড়ো হওয়া লোকজন আনন্দিত হয়ে হাততালি দিয়ে কালনীর চালক কে ধন্যবাদ
জানান। চালক ও হাসি মুখে হাত নাড়ান।
এসব ঘটনা
নিত্য দিনের। এইসব সেলফি দুর্ঘটনা এড়াতে ফেঞ্চুগঞ্জ বাজারের ব্যবসায়ী ছালিক আহমেদ বলেন, অহেতুক
সেলফি তুলার জন্য জীবনের ঝুকি নেওয়া বোকামি ছাড়া কিছু নয়।
জানা
যায় সেলফিবাজ ছাড়াও সেতুর মধ্য অংশে খাচার মতো জায়গায় বখাটেরা নিরাপদ গাজা ও জুয়ার
আখড়া বানিয়ে নিয়েছে। এসব বন্ধে প্রশাসনের উদ্যোগ নেওয়া জরুরী।
খবর বিভাগঃ
অপরাধ
বিভাগীয় সংবাদ
সারাদেশ
সিলেট বিভাগ
0 facebook: