24 December 2017

টমটমের জন্য কুরআনে হাফিজ, কিশোর হাফিজুর রহমানকে গলা কেটে হত্যা !


স্বদেশবার্তা ডেস্কঃ গত মঙ্গলবার রাতে ঢাকার কাফাইক্কা নামক স্থানে মিরপুর থানার পাশে ১৭ বছরের কিশোরকে গলা কেটে হত্যা করেছে দুর্বিত্তরা, ছেলেটির নাম হাফিজ হাফিজুর রহমান সে কুরআনে হাফেজ, পিতা আইয়ুব আলী, স্হায়ী ঠিকানা সিলেট সদর উপজেলার শিবের বাজারের জাঙ্গাইলের বাসিন্দা। দীর্ঘদিন ধরে উনারা ঢাকার মিরপুর থানার পাশে কাফাইক্কা থানার বর্তমান বাসিন্দা।

জানা গেছে ছেলেটি মাত্র কয়েকদিন আগে লেখা পড়া ছেড়ে টমটমে উঠেছে, মাদ্রাসা তে লেখা পড়া করে কুরআনে হাফিজ হয়েছে, কিন্তু অভাবের তাড়নায় সে স্হানীয় কাফাইক্কা এলাকায় টমটম  চালনো  শুরু করে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস টমটম না দেওয়ার কারনে গত মঙ্গলবার রাতে স্হানীয় একটি জঙ্গলে দুর্বিত্তদের হাতে দিতে হলো তার তরতাজা প্রাণ।  


শেয়ার করুন

0 facebook: