স্বদেশবার্তা ডেস্কঃ যশোর
শহরের অভিজাত হোটেল সিটি প্লাজা থেকে আপত্তিকর অবস্থায় নারী পুলিশসহ আটক হয়েছেন যশোর-৫
(মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্যর ছেলে শুভ। শুভর সঙ্গে আটক হয়েছেন
মণিরামপুর থানার এএসআই সাবরিনা সুলতানা।
শুভর
মা তন্দ্রা ভট্টাচার্য বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব
পালন করছেন। গতকাল সোমবার দুপুরের পর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (অপারেশন) শামসুদ্দোহা
শহরের হাটখোলা রোডের হোটেল সিটি প্লাজায় অভিযান চালান।
এসময়
হোটেলের একটি কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় শুভ ও সাবরিকে আটক করে থানায় নিয়ে যান। সিটি
প্লাজার ম্যানেজার শেখ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, গতকাল
দুপুর ১টার দিকে শুভ তার গেস্ট আছে বলে হোটেলের ৪র্থ তলায় একটি কক্ষ বুকিং দেন। শুভ
এমপি পূত্র এবং অতি পরিচিত হওয়ায় মহিলা গেস্টসহ রুম বুকিং নিতে বেগ পেতে হয়নি। কিন্তু
পুলিশের নির্দেশনা অনুযায়ী বেলা দেড়টার দিকে হোটেল কক্ষে নারী থাকার বিষয়টি থানায় অবহিত
করা হয়। এরপর থানার ওসি অপারেশন শামসুদ্দোহা কক্ষটিতে অভিযান চালিয়ে আপত্তিকর অবস্থায়
শুভ ও সাবরিনকে আটক করেন।
উল্লেখ্য, এর আগে
এএসআই সাবরিনা সুলতানা বেনাপোল পোর্ট থানায় কর্মরত থাকা অবস্থায় অসামাজিক কার্যকলাপের
সময় দুই বার হাতে নাতে ধরা পড়েন। সে সময় ফলাও করে বিভিন্ন পত্র পত্রিকায় এ খবর প্রকাশিত
হওয়ার পর তাকে বেনাপোল পোর্ট থানা থেকে প্রত্যাহার করা হয়।
খবর বিভাগঃ
অপরাধ
খুলনা বিভাগ
জাতীয়
0 facebook: