সিলেট প্রতিনিধিঃ সিলেট
সীমান্তে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ তিন জনকে আটক করেছে র্যাব। এ সময় আটককৃতদের কাছ
থেকে শক্তিশালী বিস্ফোরক পাওয়ার জেল ও ডেটোনেটর উদ্ধার করা হয়েছে।
সোমবার
র্যাব-৯ সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। এর আগে রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী
কানাইঘাট উপজেলার সুরাইঘাট এলাকার একটি বাড়ি থেকে এসব বিস্ফোরকসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার
হালাবাদি গ্রামের এতিম আলীর ছেলে ইব্রাহীম, সোনারতন গ্রামের মুহম্মদ
কাহিরের ছেলে মুহম্মদ আশিক ও একই গ্রামের হরজাইলের ছেলে রায়হান।
আটককৃতদের
কাছ থেকে ৩০০ পিস হাই এক্সপ্লোসিভ পাওয়ার জেল ও ৩০০ পিস ডেটোনেটর উদ্ধার করা হয়। র্যাব-৯ এর উপ-অধিনায়ক
মেজর জামসেদুর রহমান জানান,
বিস্ফোরকদ্রব্যগুলো এতই উচ্চক্ষমতাসম্পন্ন
যার ১০টি দিয়ে ২-৩ তলা একটি স্থাপনা পুরোপুরি গুঁড়িয়ে দেয়া সম্ভব।
আটককৃত
ব্যক্তিদের বরাত দিয়ে তিনি জানান,
এই বিস্ফোরকগুলো মূলত সীমান্তবর্তী এলাকার
কয়লা খনিতে ব্যবহার করা হয়। এ চালান মেঘালয় রাজ্যের লাটুম্বাই কয়লা খনিতে কর্মরত কিছু অসাধু
কর্মকর্তা ও কর্মচারীর মাধ্যমে বিভিন্ন হাত হয়ে দুর্গম এলাকার ভেতর দিয়ে বাংলাদেশে
আসে।
তিনি
আরও জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে আরও ৩-৪ জনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের গ্রেফতারে
র্যাবের অভিযান চলছে।
খবর বিভাগঃ
অপরাধ
বিভাগীয় সংবাদ
সিলেট বিভাগ
0 facebook: