10 January 2018

ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টিপাতে ও ভূমিধসে নিহত ১৩

স্বদেশবার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে ১৩ জন নিহত হয়েছেভারী বৃষ্টিপাতের কারণে সেখানে বন্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারাখবর বিবিসির
    
খবরে বলা হয়, ঘটনার পর আহত ১৬৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছেএদের মধ্যে ২০ জন ঝড়ের কারণে আহত হয়েছেন এবং চারজনের অবস্থা আশঙ্কাজনক বৃষ্টিপাত ও ভূমিধসে সান্তা বারবারা এলাকার পূর্বাঞ্চল রোমিরো ক্যাননে তিন শতাধিক মানুষ আটকা পড়ার খবর পাওয়া গেছেপুলিশ জানিয়েছে, সেখানকার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, দেখে মনে হবে `বিশ্বযুদ্ধের এক রণক্ষেত্র'
 
বন্যা ও ভূমিধসের কারণে প্রধান উপকূলীয় মহাসড়কের ৪৮ কিলোমিটার বন্ধ হয়ে গেছে
হাজার হাজার মানুষ ঘটনাস্থল থেকে পালিয়ে এসেছেন এবং ৫০ জনেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে

জরুরি বিভাগ জানিয়েছে, অনেক মানুষ এখনও নিখোঁজ রয়েছেতাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে


শেয়ার করুন

0 facebook: