স্বদেশবার্তা ডেস্কঃ চীনের
কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলের বিভিন্ন প্রদেশে তুষারপাতে ২১ জনের প্রাণহানি হয়েছে। গত ২ জানুয়ারি থেকে শুরু হওয়া তুষারপাতে- আক্রান্ত প্রদেশগুলোর
ঘরবাড়ি, কৃষি জমি ও বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে বলে এক বিবৃতিতে
জানিয়েছে চীনের দুর্যোগ প্রতিরোধ কমিশন।
বার্তা
সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়,
বিরূপ আবহাওয়ার কারণে প্রায় তিন হাজার ৭০০
নাগরিককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও প্রায় ১৪ হাজার মানুষ ঝুঁকিপূর্ণ এলাকায় রয়েছেন। তুষারপাতে ক্ষতিগ্রস্ত
হয়েছে সহস্রাধিক বাড়ি। এছাড়া ৭০০ বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।
সিনহুয়া
জানায়, চীনের প্রায় দুই লাখ ৩৩ হাজার ১০০ হেক্টর কৃষি জমি চাষাবাদের
অনুপযোগী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আট হাজার ১০০ হেক্টর জমি। এতে প্রায় ৮৫৪ মিলিয়ন
মার্কিন ডলারের মতো আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করছে চীনের দুর্যোগ প্রতিরোধ কমিশন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: