স্বদেশবার্তা ডেস্কঃ সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে এক বেসরকারী ব্যাংক
কর্মকর্তাকে থানায় সোপর্দ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী মারফত জানা যায় যে, রোববার দুপুরে সেই হিন্দু কর্মকর্তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।
অভিযুক্ত কমল
কৃষ্ণ পাল বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ের একজন প্রিন্সিপাল
অফিসার বলে নিশ্চিত করেছে মার্কেন্টাইল ব্যাংক কতৃপক্ষ।
বাহালুল হক
চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন: “ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাল
সার্টিফিকেট তৈরি করে দীর্ঘদিন ধরে চাকরি করেছেন অভিযুক্ত কমল কৃষ্ণ পাল। ঢাবি শিক্ষার্থী না হয়েও তিনি হুবহু বিশ্ববিদ্যালয়ের
সার্টিফিকেট তৈরি করে দিব্যি কর্মকর্তার দায়িত্ব পালন করে গেছেন।”
তিনি আরও বলেনঃ “বিশ্ববিদ্যালয়ের এ ধরণের জাল সার্টিফিকেট তৈরির পেছনে
একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। এ চক্রকে ধরার জন্যই তাকে সোপর্দ করা হয়েছে।” এর আগে অভিযুক্ত ব্যাংক কর্মকর্তার সার্টিফিকেট যাচাই করার
জন্য বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষের কাছে পাঠায় ঐ ব্যাংক কর্তৃপক্ষ। প্রশাসন সেটিকে জাল বলে আবার ওই ব্যাংক কর্তৃপক্ষের
নিকট পাঠায়। পরে বিশ্ববিদ্যালয়ে চ্যালেঞ্জ
করতে এসে ধরা পড়েন কমল কৃষ্ণ।
বিশ্ববিদালয়ের
প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলনঃ “তার বিরুদ্ধে
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট ব্যবহারের অভিযোগ পাওয়া গিয়েছে। বিষয়টি তদন্তের জন্য তাকে থানায় দেয়া হয়েছে।” ব্যাংক কর্মকর্তাকে থানায় সোপর্দের বিষয়টি নিশ্চিত
করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন: “পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ
একজনকে থানায় দিয়েছেন। তবে এখনো কোনো অভিযোগ পাওয়া
যায়নি। অভিযোগ পেলে আমরা আইনগত
ব্যবস্থা নেব।”
0 facebook: