23 January 2018

সিলেটে কুলাউড়া-শাহবাজপুর রূটে চালু হবে বাংলাদেশ-ভারত মৈত্রী ট্রেন


এস আলম সুমন, কুলাউড়াঃ কুলাউড়া-শাহবাজপুর রেলসেকশন পুনর্বাসন প্রকল্প। বহুল কাক্ষিত ভারত-বাংলাদেশের রেলওয়ে রুটের কুলাউড়া-শাহবাজপুর ডুয়েলগেজ রেললাইন পুনর্বাসনের কাজ  আগামী ফেব্রয়ারি মাসেই শুরু হচ্ছেপ্রায় আড়াই বছর  সময় লাগবে এই রেললাইনের কাজ শেষ  হতেকাজ  সম্পন্ন হলে কুলাউড়া-শাহবাজপুর পর্যন্ত যাত্রীবাহী ট্রেনসহ এই রুটে ভারত-বাংলাদেশের পণ্যবাহী ট্রেন ছাড়াও মৈত্রী ট্রেন চালু হবেবিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আব্দুল হাইএতে প্রথমবারের মত সিলেট বিভাগ থেকে ভারত-বাংলাদেশ মৈত্রী ট্রেন চালু হবেট্রেন চালু হলে এরুট দিয়ে ভারতের আসামসহ অন্যান্য রাজ্যের সাথে বাংলাদেশের যোগাযোগ প্রসন্ন হবেদীর্ঘদিন পর আবার নতুন রূপে ফিরবে কুলাউড়া-শাহবাজপুর  রেলসেকশন


মুহম্মদ আব্দুল হাই বলেন, ইতিমধ্যে কুলাউড়া-শাহবাজপুর রেলসেকশন পুনর্বাসন সংক্রান্ত চুক্তি, দরপত্রসহ সকল কাজ সম্পাদন হয়ে গেছেরেললাইনের দুই পাশে রোপণকৃত গাছ অপসারণের চিঠি দেয়া হয়েছে বনবিভাগকেইতিমধ্যে সেগুলো অপসারণের কাজ শুরু করে দিয়েছে বনবিভাগতাছাড়া এই রুটে রেলওয়ের জমি জবর দখল করে গড়ে তোলা সব অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে রেলওয়ের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে নোটিশ দেয়া হয়েছেনিজ উদ্যোগে অবৈধ স্থাপনা সরানো না হলে অভিযান চালিয়ে একযোগে সব স্থাপনা উচ্ছেদ করা হবেএখন শুধু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং শ্রমিক স্বশরীরে এসে কাজ শুরু করবে

তিনি বলেন, এই রেললাইনের প্রকৃতি হবে ডুয়েল গেজ তাই এটা ব্রডগেজ লাইনে রূপান্তরিত করা যাবেতাছাড়া এই রুটে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করবেতিনি জানান, ৫টি যাত্রীবাহী ট্রেন কুলাউড়া-শাহবাজপুর স্টেশন পর্যন্ত চলাচল করবেএবং কুলাউড়া-শাহবাজপুর পর্যন্ত পৌঁছানোর  সময় লাগবে ৪৫মিনিটএছাড়াও এই রুট দিয়ে ভারত-বাংলাদেশের মালবাহী ট্রেন চলাচলের পাশাপাশি ভারতের আ সাম রাজ্যের সাথে বাংলাদেশের মৈত্রী ট্রেন চালু হবেএর ফলে দীর্ঘদিন যাবৎ সাধারণ রেলওয়ে স্টেশন হিসেবে চালু থাকা কুলাউড়া স্টেশন পুনরায় আবার রেলওয়ে জংশন হিসেবে নতুন উদ্যোমে চালু হবে


কুলাউড়া-শাহবাজপুর রেলসেকশন পুনর্বাসন প্রকল্পের  পিডি  (প্রকল্প পরিচালক) তানভিরুল ইসলাম বলেন, কুলাউড়া-শাহবাজপুর লাইন চালুর জন্য ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ রেলওয়ে এবং ভারতের কালিন্দী রেল নির্মাণ লিমিটেড (টেক্সমাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিডেটের একটি বিভাগ)-এর সঙ্গে পুনর্বাসন চুক্তি সম্পন্ন হয়েছেচুক্তি অনুযায়ী, ৫২ দশমিক ৫৪ কিলোমিটার রেলপথ পুনর্বাসন করা হবে

তিনি আরও বলেন ,বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া-শাহবাজপুর সেকশন পুনর্বাসন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬৭৮ কোটি ৫০ লাখ ৭৯ হাজার টাকাএর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ১২২ কোটি ৫২ লাখ ৩ হাজার টাকা, ভারতীয় লাইন অব ক্রেডিটের (এলওসি) মাধ্যমে সংস্থান হবে ৫৫৫ কোটি ৯৮ লাখ ৭৯ হাজার টাকা

জানা যায়, এই রুটে রেলওয়ের ৪৪ দশমিক ৭৭ কিলোমিটার মেইনলাইন ও ৭ দশমিক ৭৭ কিলোমিটার লুপ লাইন পুনর্বাসন করা হবেছয়টি স্টেশন (চারটির ক্লাস-বি, দুটির ক্লাস-ডি) জুড়ী, দক্ষিণভাগ, কাঁঠালতলী, বড়লেখা, মুড়াউল ও শাহবাজপুর নতুন করে চালু হচ্ছে১৭টি বড় সেতু ও ৪২টি ছোট সেতু বা বক্স কালভার্ট নির্মাণ করা হবে উল্লেখ্য, ১৮৯৬ সালের ৪ ডিসেম্বর রেলওয়ের কুলাউড়া-শাহবাজপুর সেকশন চালু করা হয়ভারত-বাংলাদেশের যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ ছিল এই পথটি১৯৫৮-৬০ সালে এই রেলপথটি পুনর্বাসন করা হয়২০০২ সালে ৭ জুলাই তৎকালীন বিএনপি সরকারে আমলে কুলাউড়া-শাহবাজপুর রেলপথ বন্ধ হয়ে যায়


শেয়ার করুন

0 facebook: