স্বদেশবার্তা ডেস্কঃ ঘটনাটি ঘটেছে
ভারতের তেলেঙ্গানার কুর্নুল জেলার গুতুপল্লি গ্রামে। স্ত্রীর প্রেমিক ভেবে ভুল করে নিজের ছেলেকেই ধারাল অস্ত্র
দিয়ে কোপানোর অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, এলাকার এক যুবকের সঙ্গে গত কয়েক মাস ধরে তার স্ত্রীর অবৈধ সম্পর্ক তৈরি হয়েছে
বলে অভিযোগ সোমান্না নামে ওই ব্যক্তির। বারবার চেষ্টা করেও ওই যুবক ও তার স্ত্রীকে নাকি হাতেনাতে
ধরতে পারছিলেন না সোমান্না।
শুক্রবার তার
স্ত্রীর ঘরে ঘুমিয়ে ছিল ছেলে। কাজ থেকে বাড়ি ফিলে ১৪ বছরের ছেলেকেই স্ত্রী প্রেমিক বলে ভুল করে বসেন
সোমান্না। হাতের সামনে একটি কাস্তে পেয়ে
তা দিয়েই কোপাতে শুরু করেন ছেলেকে। নিজেকে বাঁচাতে চেষ্টা করে সোমান্নার নাবালক সন্তান।
আহত কিশোরকে
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার কথা জানতে পেরে সোমান্নাকে গ্রেফতার করেছে। ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারার তার বিরুদ্ধে একটি মামলা
রুজু করেছে পুলিশ।
সূত্রঃ জি-নিউজ।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: