স্বদেশবার্তা ডেস্কঃ পুলিশের পোশাক পরে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যাংককগামী থাই এয়ারওয়েজের বিমানে উঠে বসেছিলেন তিনি। ধরা খাওয়ার আগে
বলেছিলেন তদন্তের প্রয়োজনে বিমানবন্দরে এসেছি। পরে বলেছেন আত্মীয়কে এগিয়ে দিতে এসেছিলেন। তার নাম আশিকুর রহমান। তিনি এসআই হিসেবে ঢাকা রেঞ্জ
পুলিশে কর্মরত আছেন।
এ অবস্থায়
নিরাপত্তা ঝুঁকির কথা বলে পাইলট বিমান চালাতে অস্বীকৃতি জানান। তাকে আটক করে এয়ারপোর্ট আর্মড
পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সোপর্দ কারার পর এক ঘণ্টা দেরিতে উড়োজাহাজটি আকাশে উড়ে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ঢাকা রেঞ্জ ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন
যুগান্তরকে বলেন, এ ধরনের একটি ঘটনা ঘটেছে বলে
শুনেছি। আমি সারা দিন মিটিংয়ে ছিলাম। তাই বিস্তারিত খোঁজ নিতে
পারিনি। তবে সেখানে একটি টিম পাঠিয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পেলে ওই
এসআইয়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
বিমানবন্দর
সূত্র জানায়, ব্যাংককগামী টিজি-৩৪০ উড়োজাহাজটি শনিবার রাত ২টার সময়
ছেড়ে যাওয়ার কথা ছিল। অনাকাক্সিক্ষত ঘটনার কারণে রাত ৩টার দিকে উড়োজাহাজটি ঢাকা ছাড়ে। ঘটনাটি ধামাচাপা দিতে পুলিশ ও
বিমানবন্দরে নিয়োজিত বিভিন্ন সংস্থা নানাভাবে চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে। সূত্র জানায়, শনিবার রাতে
রেঞ্জ পুলিশের নীল ইউনিফর্ম পরে এসআই আশিকুর রহমান বিমানবন্দরে ঢোকেন। কর্মকর্তারা তাকে আটকালে
তদন্তের প্রয়োজনে ভেতরে যাওয়া প্রয়োজন বলে তিনি গ্রিন চ্যানেল অতিক্রম করেন।
পরে তাকে
আবিষ্কার করা হয় থাই এয়ারওয়েজের ভেতরে। বিমানটি তখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বিমানে তার বেআইনি
অবস্থান শনাক্ত হলে বিমানকর্মীরা তাকে নামিয়ে আর্মড পুলিশের হেফাজতে দেন। আটকের পর ওই এসআই জানান, তিনি তার মামিকে এগিয়ে দিতে বিমানের ভেতরে গিয়েছিলেন। এ ঘটনায় চরম বিব্রত হয়েছেন বিমানবন্দরের কর্মকর্তারা।
শাহজালাল
বিমানবন্দরের পরিচালক কাজী ইকবাল করিম বলেন, ‘পুলিশের পোশাকের এ ধরনের অপব্যবহার খুবই দুর্ভাগ্যজনক। আমরা যখন অনেক চেষ্টার পরে একটা ফল (যুক্তরাজ্যের
কার্গো নিষেধাজ্ঞা প্রত্যাহার) পেতে যাচ্ছি, তার আগের দিন পুলিশ কর্মকর্তার এ ঘটনা খুবই দুঃখজনক। আমরা পুলিশের সর্বোচ্চ মহলের কাছে তার সর্বোচ্চ
শাস্তির সুপারিশ করব।’
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: