21 February 2018

রাষ্ট্রপতি ছয় দিনের সফরে সিঙ্গাপুরে যাচ্ছেন


স্বদেশবার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মুহম্মদ আবদুল হামিদ চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন ছয় দিনের সফরে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মুহম্মদ জয়নাল আবেদীন জানান, বুধবার রাত ১১টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। চিকিৎসা শেষে আগামী ২৭ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

জয়নাল আবেদীন বলেন, সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে চোখ ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন আবদুল হামিদ।


শেয়ার করুন

0 facebook: