22 February 2018

পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র ফোন!


আন্তর্জাতিক ডেস্কঃ বড় স্ক্রিনের স্মার্টফোন আর ফ্যাবলেটের জমানায় যুক্তরাজ্যভিত্তিক ঝিনি মোবাইল বাজারে নিয়ে আসছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র মোবাইল ফোন ঝ্যাংকো টাইনি টিওয়ানএই ফোনটির ওজন মাত্র ১৩ গ্রাম

এই ফোনটি মানুষের একটি আঙ্গুলের চেয়েও ছোট এবং একটি ধাতব মুদ্রা থেকে ও হালকানকিয়ার পুরনো সংস্করণের মোবাইল ফোনগুলোর মতই স্বল্পমূল্য এবং বেশিক্ষণ চার্জ থাকার সুবিধা নিয়ে ফোনটিকে বানানো হচ্ছে এ ফোনটি শুধুমাত্র টুজি নেটওয়ার্কে কাজ করবেফোনটির মাধ্যমে শুধু কল করা ও ক্ষুদেবার্তা আদানপ্রদান করা যাবেমাত্র ৩২ মেগাবাইটের র‌্যাম ও ৩২ মেগাবাইটের রমসহ বিল্ট ইন ফ্ল্যাশ মেমরি আছে ফোনটিতেএছাড়াও এর মাধ্যমে ৩০০টি নম্বর ও ৫০টি ম্যাসেজ সেভ করার ব্যবস্থা থাকবেশুধু একটি ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে এটিতে, সেই সঙ্গে মাইক্রো ইউএসবির মাধ্যমে চার্জ দেয়ার ব্যবস্থা থাকবে এটিতে

ফোনটিতে শূন্য দশমিক ৪৯ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে আছেমাত্র দুইশ মিলি অ্যাম্পায়ারের ব্যাটারি ক্ষমতাসম্পন্ন এ ফোনটি একবার চার্জ দিয়েই তিনদিন স্ট্যান্ডবাই অবস্থায় রাখা সম্ভবএকবার চার্জে টানা ১৮০ মিনিট কথা বলা যায় এটি দিয়েফোনটিতে ১৩ টি ভয়েস চেঞ্জার আছেঝ্যাংকো টাইনি টিওয়ান ফোনটিতে একবছরের ওয়ারেন্টি সুবিধা বিদ্যমান


মাত্র ৫০ ডলার মূল্যমানের কোয়াড ব্যান্ডের এই ফোনটি চলতি বছরের মে মাসে বাজারজাত করা হবে বলে মোবাইল নির্মাতা কোম্পানি সূত্রে জানা গেছে তবে যাই হোক ফোনটি শিশুদের হাত থেকে অবশ্যই দূরে রাখুনগিলে ফেললে কিন্তু টেরই পাবেন না


শেয়ার করুন

0 facebook: