স্বদেশবার্তা ডেস্কঃ মেয়েকে ধর্ষণের
দায়ে লক্ষ্মীপুরে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেয়া হয়। বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন
ট্রাইব্যুনাল আদালতের বিচারক ড. এ কে এম আবুল কাশেম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত
আসামির নাম বেল্লাল হোসেন। তার বাবার নাম পাঁচু মাঝি। রায় ঘোষণার সময় বেল্লাল আাদালতে উপস্থিত ছিলেন না। আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার ভবানীগঞ্জ
ইউনিয়নের চরভুতা গ্রামের বেল্লাল হোসেন ২০১৪ সালের ২৭ মে তার মেয়েকে বাড়ির পাশের
একটি খামার বাড়িতে ধর্ষণ করেন। পরে ভিকটিম তার মাকে বিষয়টি জানান। মা স্থানীয় মাতব্বরদের ঘটনাটি জানান।
পরে একই বছরের ১২
জুন মা ফুলবানু বাদী হয়ে সদর থানায় বেল্লাল হোসেনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ তদন্ত করে ১৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল
করেন। আদালত আটজন সাক্ষীর
সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় দেন।
লক্ষ্মীপুর
জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
খবর বিভাগঃ
জেলা সংবাদ
ধর্ষণ
0 facebook: