18 February 2018

বাস-ট্রাক সংঘর্ষে শ্রীমঙ্গলের ভৈরবতলী লসনা হাইওয়েতে ট্রাক চালক নিহত, আহত ১২


আরিফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ শ্রীমঙ্গলস্থ ভৈরবতলী সখিনা সি এন জি গ্যাস পাম্প সংলগ্ন বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক বাদশা মিয়া (৩৫)নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ১২ জন।

রোববার ( ১৮ ফেব্রুয়ারি)বিকাল ৪ টার দিকে উপজেলার ভৈরবতলী সখিনা সি এন জি গ্যাস পাম্পের সামনে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। লসনা হাইওয়ে পুলিশ ফাড়ির পরিদর্শক নান্নু মন্ডল জানান ট্রাকের চালক বাদশা মিয়া (৩৫)নামের লোকটি বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু বরন করেন।

আমরা খবর পেয়েই ঘটনাস্থলে আসি। বাসটি শ্রীমংগল থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাচ্ছির ।আর ট্রাক টি মিরপুর থেকে শ্রীমংগলের উদ্দেশ্য ছেড়ে আসছিল।

ফায়ারম্যান মো রুময়ান সরকার জানান দুর্ঘটনা স্পট থেকে আমরা ১২ জন কে শ্রীমংগল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেছি। তারা সেখানে চিকিৎসাধীন আছেন।


শেয়ার করুন

0 facebook: