স্বদেশবার্তা ডেস্কঃ গেলো নয় বছরে
বিএনপি নয় মিনিটের জন্যেও আন্দোলন করতে পারেনি। জনগণ তাদের নেতিবাচক রাজনীতির সঙ্গে নেই। বিএনপির আন্দোলনের মরা গাঙ্গে জোয়ার আসে না। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল বুধবার দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা আওয়ামী লীগের কর্মী
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের জনগণ বিএনপিকে আর
ক্ষমতায় দেখতে চায়না। আগামী নির্বাচনে সেটি আবারও
প্রমাণিত হবে। তিনি বলেন, নেত্রী খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়েছে আর
বিএনপি বলে সরকার তাকে জেলে পাঠিয়েছে।
ওবায়দুল কাদের
আরো বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হলে দলীয় কর্মীদের বাঁচাতে হবে। জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের
সভাপতিত্বে কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের
সম্পাদক মন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, তথ্য
প্রতিমন্ত্রী তারানা হালিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ
সস্পাদক ডা. দীপু মনি, স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার
হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের।
0 facebook: