16 April 2018

খালেদা জিয়া কারাগারে ভালো আছেনঃ নাসিম

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে ভালো আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মুহম্মদ নাসিম

সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানানস্বাস্থ্যমন্ত্রী বলেন, কারাবন্দির জন্য জেলকোডের বিধানের বাইরে গিয়ে কিছু করা সম্ভব নয়কারাকর্তৃপক্ষের সুপারিশ অনুযায়ী মেডিকেল বোর্ড গঠন করা হয়েছেতিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খালেদা জিয়ার চিকিৎসা দেয়া হচ্ছেকোনো অবহেলা হচ্ছে নাসাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাকে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছেএখন তিনি ভালো আছেন, সুস্থ আছেন

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ড. আক্তারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেনএকই আদালত খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয় আসামির সবাইকে মোট ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ৮০ পয়সা অর্থদণ্ডে দণ্ডিত করেনএ অর্থদণ্ডের টাকা প্রত্যেককে সমান অঙ্কে প্রদান করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়রায়ের পর থেকে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে আছেন খালেদা জিয়া


শেয়ার করুন

0 facebook: