16 April 2018

তিন রোগীকে নিজ গাড়িতে হাসপাতালে নিলেন কাদের


স্বদেশবার্তা ডেস্কঃ মা বিলকিস বেগমমেয়ে বিথীঅ্যাসিড সন্ত্রাসের কবলে পড়ে দুজনের মুখের আকৃতি পাল্টে গেছেমেয়ের ডান হাত এমনভাবে ঝলছে গেছে যে পরে তার হাতের কবজি কেটেই ফেলতে হয়েছে

আরেকজন মিজানসড়ক দুঘর্টনায় আঘাত পাওয়ার পর হাঁটুর নিচে প্রায় পচন ধরেছেএরা সবাই হতদরিদ্রতাই চিকিৎসা পাচ্ছেন নাকিন্তু তাদের আশার আলো হয়ে দেখা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরআওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে কাছে পেয়ে সাহায্য চাইতেই সব শুনে নিজের গাড়িতে করে তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে যান তিনি

সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অভিযান পরিদর্শনে গিয়েছিলেন মন্ত্রীএরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর ওই তিনজন মন্ত্রীকে দেখে সাহায্য চান

এরপর মন্ত্রী তার নিজ গাড়ির সামনের আসনে বসে দুই নারীকে পেছনের আসনে বসানআর মিজানকে প্রটোকলের গাড়িতে করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে যান

গাড়িতে থাকা বিলকিস বেগমের সঙ্গে টেলিফোনে কথা বলে জানা গেছে, তাদের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলায়তার মামাকে অ্যাসিড মারতে এসে মা ও মেয়েকে অ্যাসিড মারে সন্ত্রাসীরামামা সেদিন ভয়ে ওই বাড়িতেই ছিলেন নাএমনকি মামা যেখানে ছিলেন সেখানেও ভয়াবহ হামলা চালানো হয়অথচ আজ পর্যন্ত কোনো বিচার পাননি তারা

আজ মন্ত্রীকে কাছে পেয়ে সব খুলে বলার পর তিনি ঢাকা মেডিকেলে নিয়ে যানএ সময় উপস্থিত উৎসুক জনতা মন্ত্রীর প্রশংসায় মেতে ওঠেন

এ সময় কান্না জড়িত কণ্ঠে বিথি জানান, গরিব হওয়ায় আমরা ভালোভাবে চিকিৎসা করতে পারিনিকোথায় কী ধরনের চিকিৎসা পাওয়া যায় তাও জানি না
অন্যদিকে পায়ে দগদগে ঘা নিয়ে দাঁড়িয়ে ছিলেন মিজানমন্ত্রী তাকে দেখে এগিয়ে যানতার পা দেখে অবাক হয়ে যান তিনিজানতে চাইলে সব খুলে বলেন মিজানসঙ্গে সঙ্গে মন্ত্রী তাকে গাড়িতে তুলে নেন

মন্ত্রীর সহকারীর একান্ত সচিব আবুল তাহের মো. মহিদুল হক তাদের সঙ্গেই ছিলেনতিনি জাগো নিউজকে জানান, তিনজনকেই ডাক্তার দেখানো হচ্ছেডাক্তার প্রয়োজনবোধ করলে তাদের ভর্তি করা হবে

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী ওবায়দুল কাদের প্রথমে কোনো মন্তব্য করতে রাজি হননিপরে তিনি জাগো নিউজকে বলেন, রাজনীতি মানেই তো জনগণের সেবা করাএই সামান্য কাজের কথা উল্লেখ করে কী লাভ?


শেয়ার করুন

0 facebook: