স্বদেশবার্তা ডেস্কঃ সএসসি পরীক্ষায়
অকৃতকার্য হওয়ায় রাজশাহীতে ১৫ জন শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ
হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে সাত জনকে গুরুত্বর অবস্থায় ভর্তি করা হয়েছে। তারা সবাই ছাত্রী। বাকি শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া
হয়েছে।
আত্মহত্যার
চেষ্টার পর হাসপাতালে নেওয়া শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের বরাদ দিয়ে রামেক
পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম সফিক জানান, দুপুরে এসএসসির ফলাফল ঘোষণা করা হয়। এরপর পরীক্ষায় অকৃতকার্য কিছু
শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা চালায়। পরে তাদের রামেক হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে কেউ বিষ পান করে আবার কেউ ঘুমের ওষুধ খেয়ে
আত্মহত্যার চেষ্টা করেছে।
এসআই সফিক বলেন, বিকেল ৩টার থেকে রাত ১১টা
পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করা ১৫ জন শিক্ষার্থীকে রামেক হাসপাতালে আনা হয়। এরা সবাই ছাত্রী। তাদের বাড়ি নগরীসহ আশপাশের
এলাকায়। তাদের মধ্যে ভর্তি করা হয়েছে
সাত জনকে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে
ছেড়ে দেওয়া হয়েছে।
খবর বিভাগঃ
বিভাগীয় সংবাদ
রাজশাহী বিভাগ
0 facebook: