01 June 2018

ভোগ সাময়িকীর প্রচ্ছদে মডেল হলেন সৌদি প্রিন্সেস হায়ফা


আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের প্রয়াত বাদশা আবদুল্লাহর মেয়ে প্রিন্সেস হায়ফা বিনতে আবদুল্লাহ আল সৌদ প্রভাবশালী সাময়িকী ভোগের প্রচ্ছদে মডেল হয়েছেনসাময়িকীটির আরব সংস্করণ ভোগ অ্যারাবিয়ার জুন সংখ্যায় তাঁকে দেখা যায়

সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর অনুমতি দিয়ে নতুন একটি আইন কার্যকর হতে যাচ্ছেআর এর পক্ষে অবস্থান নিয়েই সৌদি রাজপরিবারের গুরুত্বপূর্ণ এ সদস্য প্রাইভেটকারে চালকের আসনে বসে ছবির জন্য নিজেকে মেলে ধরেছেন 

ভোগ অ্যারাবিয়ার প্রচ্ছেদে দেখা যায়, সাদা জামা, এর সঙ্গে মিলিয়ে হেডস্কার্ফ পরে গাড়িচালকের আসনে বসে আছেন প্রিন্সেস

ছবি তোলা হয়েছে জেদ্দার বাইরেভোগের এই সংস্করণটি এই প্রথম সৌদি আরবকে উৎসর্গ করা হয়েছে

প্রিন্সেস হায়ফার ছবি তুলেছেন আয়ারল্যান্ডের ফটোগ্রাফার বু জর্জ


ভোগ অ্যারাবিয়ার এডিটর-ইন-চিফ ম্যানুয়েল আরনাউত বলেন, ‘হার রয়্যাল হাইনেস (প্রিন্সেস হায়ফা) উদার নারীতিনি একজন সত্যিকারের মার্জিত ও অভিজাত মানুষতাঁর বাবা প্রয়াত বাদশাহ আবদুল্লাহ, যাঁকে সৌদি আরবের সবাই ভালোবাসে 

এডিটর-ইন-চিফ বলেন, ‘তিন সন্তানের মা প্রিন্সেস তাঁর জীবন উৎসর্গ করেছেন পরিবার ও শিল্পচর্চায়তিনি বলেন, ‘তিনি আমাদের জুন সংখ্যার প্রচ্ছদে মডেল হওয়ার আমন্ত্রণ গ্রহণ করায় আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছিতিনি বলেন, এই অঞ্চলের মানুষ বেশ করেই জানে যে সৌদি আরবের ক্ষমতাসীন পরিবারের কেউই জনসমক্ষে আসেন না


শেয়ার করুন

0 facebook: