01 June 2018

৪ বছর পর মুসলিম সাংসদ পেল উত্তরপ্রদেশ


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশের কৈরানা লোকসভা নির্বাচনে জয়ী হলেন রাষ্ট্রীয় জনতা দল (আরএলডি) ও সমাজবাদী পার্টি (এসপি)-র প্রার্থী তবসুম হাসানএর মধ্য দিয়ে উত্তরপ্রদেশ চার বছর পর একজন মুসলিম সাংসদকে পেল।  খবর দৈনিক আনন্দ বাজার

উত্তর প্রদেশ রাজ্যে মোট জনসংখ্যার ২০ শতাংশ মুসলিমচার বছর আগে লোকসভা নির্বাচনে সেখানে হিন্দুত্ববাদীদের দাপটে একজন মুসলিমও সংসদে যেতে পারেনিএবার সমাজবাদী পার্টি সমর্থন করে কৈরানা আসনে দাঁড়ানো আরএলডি প্রার্থী তবসুম হাসানকেউত্তরপ্রদেশে বিরোধীরা একজোট হবার কারণে জয় পেলেন তবসুম হাসান

বিএসপি-র টিকিটে ২০০৯ সালে উত্তরপ্রদেশে সুন্নি ওয়াকফ বোর্ডের সদস্য তবসুম প্রথম বার সাংসদ হয়েছিলেন হরিয়ানায় এক গাড়ি দুর্ঘটনায় তার স্বামীর মৃত্যু হওয়ার পর তিনি সাংসদ হয়েছিলেন ২০১৪ সালে সব রেকর্ড ভেঙে দিয়ে উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ৭৩টিতে জয় পেয়েছিল বিজেপিসমাজবাদী পার্টি জিতেছিল ৩টি আসনে

কৈরানা লোকসভা কেন্দ্রটিও ২০১৪ সালে বিজেপির হাতেই ছিলসাংসদ হুকুম সিংহের মৃত্যুতে সেখানে উপনির্বাচন হয়েছেতবসুমের প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির মৃগাঙ্কা সিংহ
বৃহস্পতিবার ভোটের ফলাফলে বিজেপি প্রার্থীকে পেছনে ফেলে জয় পেলেন আরএলডি-র তবসুম


তবসুম বলেন, বিজেপি মনে করেছিল তাদের কেউ হারাতে পারবে না এখানেহিন্দু ও মুসলিমরা একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে ভোট দেয়ায় এমন ধারণা মিথ্যা প্রমাণিত হল


শেয়ার করুন

0 facebook: