আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়ার পূর্বাঞ্চল ভিত্তিক সেনাবাহিনী পূর্বাঞ্চলীয় দর্না নগরীতে চালানো বিমান হামলায় কমপক্ষে দু'জন বেসামরিক লোক নিহত হয়েছেন। সিটি কাউন্সিলের প্রধান শনিবার এ খবর নিশ্চিত করেছে। খবর সিনহুয়ার।
আওয়াদ লিরাজ বলেন, নগরীতে বিভিন্ন পয়েন্টে বিশেষ করে নগরীর পশ্চিমাঞ্চলীয় প্রবেশ পথে ঘনবসতিপূর্ণ এলাকায় চালানো ওই হামলায় কমপক্ষে দু'জন বেসামরিক লোক নিহত হয়েছেন।
নাগরিকদের জীবনহানি ও ক্ষয়ক্ষতি এড়িয়ে শহরটি দখলের জন্য সেনা বাহিনী চারদিক থেকে ঘিরে রেখেছে। লীরাজ দর্না রক্ষায় এবং খাদ্য ঔষুধ সরবরাহের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে আহবান জানিয়েছেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: