ফাইল ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ১৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার (প্রায় ১৬ কোটি টাকা) সহায়তা দেবে জাপান।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের কর্মসূচির আওতায় এই অর্থ দেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন বর্ষা মৌসুমকে মাথায় রেখে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের জন্য ইউএনএইচসিআর কর্মসূচি হাতে নিয়েছে। তাদের এই কর্মসূচির জন্য এ অর্থ বরাদ্দ দিচ্ছে জাপান সরকার।
রোহিঙ্গা সংকটের প্রেক্ষিতে ২০১৭ সালের সেপ্টেম্বর মাস থেকে এ পর্যন্ত জাপান বিভিন্ন আন্তর্জাতিক ও বেসরকারি সংস্থাকে ৫২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে। রোহিঙ্গাদের জন্য জাপানের এ সহায়তা চলমান রয়েছে।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: