28 June 2018

শ্রীমঙ্গল আইডিয়াল ছাত্র সংসদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন


মুহম্মদ তাজুদুর রহমানঃ মানসম্মত ও যুগোপযোগি শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের 'আইডিয়াল ছাত্র সংসদের' উদ্যোগে কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে ঈদ পূর্ণমিলনী ও বিষয়ভিত্তক সাপ্তাহিক সভা বৃহস্পতিবার (২৮ জুন) বেলা ১২টায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, আইডিয়াল ছাত্র সংসদের প্রধান পৃষ্টপোষক এহসান বিন মুজাহির।

আইডিয়াল ছাত্র সংসদের কার্যকরি কমিটির সভাপতি, স্কুলের সহকারী শিক্ষক আশিক আবেদীন চৌধুরীর সভাপতিত্বে ও আইডিয়াল ছাত্র সংসদের জিএস জিসান হোসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইডিয়াল ছাত্র সংসদের কার্যকরি কমিটির সহসভাপতি, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক হাবিবুর রহমান, আইডিয়াল ছাত্র সংসদের কার্যকরি কমিটির সহসভাপতি, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক মুহাম্মদ আতিকুর রহমান, সহকারী শিক্ষক সাদিকুর রহমান, শারমিন জান্নাত, সাজেরা খাতুন ও আখিনুর মল্লিকা হোসেন।


শেয়ার করুন

0 facebook: