04 July 2018

মৌলভীবাজারে নদী খনন ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে পাউবোর সামনে অবস্থান কর্মসূচী


মুহম্মদ তাজুদুর রহমানঃ মৌলভীবাজারে নদ-নদী খনন ও স্থায়ী বাঁধ নির্মাণে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের দাবিতে মনু ও ধলাইপাড়ের জনগোষ্ঠীব্যানারে হাজারো মানুষ পানি উন্নয়ন বোর্ডের অফিস সম্মুখ সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচিপালন করেন।  ৪ জুলাই বুধবার সকাল ১১টা থেকে এ কর্মসূচী  শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত‘‘মনু বাঁচাও,ধলাই বাঁচাও, বাঁচাও প্রতিবেশএই স্লোগান নিয়ে জেলার অর্ধশতাধীক সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন খন্ড খন্ড মিছিল সহকারে একত্রিত হয়ে এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন

কর্মসূচীতে অংশ নিয়ে বক্তারা বলেন দীর্ঘদিন থেকে নদী খনন ও মেরামত না করায় মনু ও ধলাই নাব্যতা হারিয়েছেপ্রতিরক্ষা বাঁধগুলোও দূর্বলযার ফলে এই জেলা প্রতিবছরই বন্যাক্রান্ত হচ্ছেক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি ক্ষেত কৃষিসহ হাজার কোটি টাকার সম্পদ

এবছর আকস্মিক বন্যায় মনু,ধলাই ও কুশিয়ারার ভেঙ্গে যাওয়া বাঁধ এখনো মেরামত না হওয়ায় ফের বন্যা ঝুঁকিতে রয়েছেন এজেলার মানুষ

অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশগ্রহণকারীরা বলেন এ জেলাকে বন্যা সমস্যা থেকে স্থায়ীভাবে সমাধানের জন্য অবিলম্বে মনু ও ধলাই নদী খনন এবং স্থায়ী বাঁধ নির্মাণে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, জেলার অন্যান্য নদ-নদী ও হাওরের ভরাট হওয়া বিলসমূহ খননের জোর দাবি জানান

কর্মসুচী শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে নানা দাবি দাওয়া সংক্রান্ত স্মারকলিপি প্রেরণ করা হয়গেলো বছরের বন্যা ও দীর্ঘ জলাবদ্ধতার পর এবছরও সাম্প্রতিক বন্যায় মৌলভীবাজারে মনু,ধলাই ও কুশিয়ারা নদীর ৩৮টি স্থানে ভাঙ্গনের ফলে সৃষ্ট বন্যায় ৪টি উপজেলার ২টি পৌরসভাসহ ৪০টি ইউনিয়নের প্রায় চার লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন

বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে হাজারো কোটি টাকার সম্পদঅবস্থান কর্মসূচীতে কয়ছর আহমদের পরিচালনায় ও পরিবেশ আন্দোলনের নেতা আ.স.ম ছালেহ সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বিশিষ্ট শিল্পপতি এম. এ রহিম সিআইপি, প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব, জেলা পরিষদ সদস্য সৈয়দা জেরিন আক্তার, জেলা বিএনপির সহ-সভাপতি আশিক মোশারফ, এডভোকেট শান্তিপদ দেব ঘোষ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, সাংবাদিক বকসি মিছবাহ উর রহমান,জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল, এমবি ডিপার্টমেন্টাল ষ্টোরের স্বত্বাধীকারী কামরান আহমদ, বিলাস ডিপার্টমেন্টাল ষ্টোরের সুমন আহমদ, বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, আওয়ামীলীগ নেতা এমদাদুল হক মিন্টু, এম মুহিবুর রহমান মুহিব, জাকের আহমদ অপু,আশরাফ আলী, জুবায়ের আলী প্রমুখ

এসময় উপস্থিত ছিলেন মুন ও ধলাই পারের জনগোষ্ঠী, মৌলভীবাজার বিজনেস ফোরাম, উই ফর বাংলাদেশ সহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজিবী সংগঠনের নেতৃবৃন্দ


শেয়ার করুন

0 facebook: