আন্তর্জাতিক ডেস্কঃ লন্ডনে নওয়াজ
শরীফের ৪টি সম্পদ নিয়ে তদন্ত নির্দেশ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এছাড়াও নওয়াজ শরীফকে বৃটেনে আশ্রয় না দেয়ার আহবান জানিয়েছেন।
ট্রান্সপারেন্সি
থেকে বলা হয়,যদি তার সম্পদ দুর্নীতিগ্রস্ত অর্থ দিয়ে কিনার প্রমাণ
পাওয়া যায়,তাহলে তার সম্পদ জব্দ করা উচিত।এছাড়াও বলা হয়,নওয়াজ শরীফ পরিবারের মালিকানাধীন সম্পদ রয়েছে কিনা,তা অনুসন্ধানের আহবান জানান যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থাকে।
বর্তমানে নওয়াজ
শরীফ লন্ডনে রয়েছেন এবং বিচারের সময় তিনি লন্ডনে আসা যাওয়া করতেন।এদিকে লন্ডনের ট্রান্সপারেন্সি
ইন্টারন্যাশনালের প্রধান উপদেষ্টা ডেভিস টেকা বলেন,আমরা দৃঢ়ভাবে নিশ্চিত করছি যে,নওয়াজ ও তার পরিবার দুর্নীতির
অর্থ দিয়ে অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন না।যুক্তরাজ্যের উচিত নওয়াজের দুর্নীতির অর্থ দিয়ে সম্ভাব্য
কোন সম্পদ আছে কিনা তা তদন্ত করা।এছাড়াও ব্রিটেনের আইন শৃঙ্খলা বাহিনীর প্রদেশিক অঞ্চলে সম্পদের মালিকানা
সার্বজনীন ভাবে প্রকাশ করা উচিত। ডন
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: