12 July 2018

৬৬ বছর পর নখ কাটলেন ৮২ বছরের বৃদ্ধ, (ভিডিওসহ)


আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের দীর্ঘতম নখের মালিক ছিলেন ৮২ বছরের বৃদ্ধ শ্রীধর চিল্লালতার সব নখ একত্র করলে লম্বায় দাঁড়ায় ৯ মিটারসব থেকে লম্বা নখ ছিল তার বাঁ-হাতের বুড়ো আঙুলেখবর আনন্দবাজারের

এই নখের জন্যই বিশ্ব রেকর্ড গড়েন ভারতের পুনের বাসিন্দা শ্রীধর চিল্লাল২০১৬ সালেই তার নাম উঠেছিল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তবে নখের জন্য অনেক ভোগান্তিও পোহাতে হয়েছে তাকেঠিকমতো ঘুমোতে পারতেন না তিনি

শ্রীধর চিল্লাল পেশায় ছিলেন আলোকচিত্রীনখের জন্য সেই কাজও এক সময় তাকে বন্ধ করে দিতে হয়েছিলপরে ক্যামেরার জন্য বিশেষ হাতল বানিয়েছিলেন, যাতে এক হাতে ছবি তুলতে পারেন

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শ্রীধর চিল্লালের বয়স যখন ১৬ বছর ছিল তখন তিনি সর্বশেষ নখ কেটেছিলেনদীর্ঘ ৬৬ বছর পর নখ কাটাতে পুনে থেকে নিউইয়র্কে যান তিনি

নিউইয়র্কে একটি বিশেষ অনুষ্ঠানে কাটা হয় তার নখতবে তা ফেলে দেয়া হচ্ছে নাবাঁ-হাতের পাঁচটি নখই নিউইয়র্কের বিলিভ ইট অর নটজাদুঘরে রাখা থাকবে


শেয়ার করুন

0 facebook: