12 July 2018

মৌলভীবাজারে খেলাফত মজলিসের মানববন্ধন


মুহম্মদ তাজুদুর রহমানঃ মৌলভীবাজারে বন্যা প্রতিরোধে মনু ও ধলাই নদীতে অনতিবিলম্বে প্রকল্প গ্রহণের দাবিতে মৌলভীবাজার খেলাফত মজলিস শহর শাখার উদ্যোগে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে

বৃহস্পতিবার (১২ জুলই) দুপুর ২ টার দিকে শহরের প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মৌলভীবাজার শহর শাখা খেলাফত মজলিসের সভাপতি মাও: সৈয়দ মুজাদ্দিদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হক এনাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিস জেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাও: আহমদ বিলাল

বক্তব্য রাখেন, জেলা শাখার সহ সহ-সভাপতি মাও: আসাদ আহমদ চৌধুরী,মাও: সৈয়দ সাইদুর রহমান,মাহফুজুল ইসলাম,এম এ রহীম নোমানী,মাও: মুজিবুর রহমান,মাও: শিব্বির আহমদ প্রমুখ

বক্তরা বলেন,মৌলভীবাজার জেলা একটি বন্যাপ্রবন এলাকা উজানে ভারী বর্ষণ বৃদ্ধি নদী সমূহের ধারণ ক্ষমতা হ্রাস নদ নদীর প্রতিরক্ষা বাঁধসহ নিয়মিত মেরামত ও রক্ষণাবেক্ষণসহ স্থায়ী বন্যা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করার কারণে প্রায় প্রতি বছরই মনু ধলাই ও কুশিয়ার নদীর বাধেঁর কোথাও না কোথাও ভাঙ্গন দেখা দিচ্ছেমনু ও ধলাই নদীতে স্থায়ী বন্যা প্রতিরোধ প্রকল্প গ্রহণ করার জোর দাবী জানান


শেয়ার করুন

0 facebook: