আন্তর্জাতিক
ডেস্কঃ ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদী ইসরাইলি সেনারা আবারও গুলি করে এক কিশোরসহ
দুই নিরিহ ফিলিস্তিনি মুসলিমকে হত্যা করেছে।
নিজ মাতৃভূমিতে
ফিরে যাওয়ার জন্য গাজায় ইসরাইলবিরোধী বিক্ষোভ মিছিলে ইহুদিবাদী দেশটির বেপরোয়া সেনা
সদস্যরা নির্বিচারে গুলি চালালে ওই দুই ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। খবর আলজাজিরার।
গাজার
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,
শুক্রবার গাজা সীমান্তের কাছে ৪৩ বছর বয়সী গাজী আবু মুস্তফাকে গুলি
করে হত্যা করে ইসরাইলি সেনারা। এ ছাড়া, একই দিন দক্ষিণ গাজার রাফা সীমান্তের কাছে
১৪ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরকে হত্যা করে ইহুদিবাদী সেনারা।
গাজা
উপত্যকার ফিলিস্তিনিরা প্রতি শুক্রবার ইহুদিবাদী ইসরাইলবিরোধী বিক্ষোভ মিছিল করছে।
ওই বিক্ষোভের মাধ্যমে ফিলিস্তিনি জনগণ তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার দেয়ার পাশাপাশি
গাজা উপত্যকায় ইহুদিবাদীদের বর্বরোচিত আগ্রাসনের নিন্দা জানান।
গত ৩০
মার্চ থেকে এ প্রতিবাদ কর্মসূচি শুরুর পর থেকে এ পর্যন্ত দখলদার ইসরাইলি সেনারা প্রায়
দেড়শ' ফিলিস্তিনিকে
গুলি করে হত্যা করেছে। ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ এ কর্মসূচিতে ইসরাইলি বাহিনীর নৃশংস
হামলায় আরও প্রায় ১৫ হাজার মানুষ আহত হয়েছেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ফিলিস্তিন
0 facebook: