27 August 2018

৩০ সেপ্টেম্বরের মধ্যে ঢাকায় নামবে ঝকঝকে বাস

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ঢাকা মহানগরীর বাস রঙ করে সৌন্দর্যবর্ধনের নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার (২৭ আগস্ট) বিকেলে সচিবালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও নৌমন্ত্রী শাজাহান খান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এবং এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।


সভায় সড়ক-মহাসড়কে ইজিবাইক, ব্যাটারি চালিত অটোরিকশা, নসিমন-করিমন কঠোরভাবে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত হয়েছে।


শেয়ার করুন

0 facebook: