আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের রিও ডি জানিরোতে অবস্থিত দেশটির জাতীয় জাদুঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববারের এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অন্যতম প্রাচীন এ জাদুঘরে প্রত্নসম্পদ থেকে শুরু করে ঐতিহাসিক স্মারক মিলিয়ে প্রায় দুই কোটি নিদর্শন সংরক্ষিত ছিল। ১৮১৮ সালে রাজা ষষ্ঠ জোয়াও জাদুঘরটি নির্মাণ করেন। এটি ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাদুঘর। চলতি বছরের শুরুতে জাদুঘরের ২০০ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
প্রেসিডেন্ট মিশেল টিমার এক বিবৃতিতে বলেন, ‘আজ ব্রাজিলের জন্য অত্যন্ত দুঃখের দিন। জাদুঘরটিতে আগুন লাগায় ‘দুই শত বছরের কর্ম, গবেষণা ও জ্ঞানের ভান্ডার হারিয়ে গেল।’ ন্যাশনাল হিস্টোরি মিউজিয়ামের পরিচালক গ্লোবো টিভিতে বলেন, ‘এটি একটি সংস্কৃতিক বিয়োগান্তক ঘটনা।’ তবে ব্রাজিলের ওই জাদুঘরে কেন আগুন লেগেছে তা এখন পর্যন্ত জানা যায়নি।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: