16 November 2018

আ’লীগের দুপক্ষের সংঘর্ষ, এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৪


স্বদেশবার্তা ডেস্কঃ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আগামী বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো বৈঠক করবেন বলে জানিয়েছেন আমেরিকান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স

বৃহস্পতিবার সিঙ্গাপুরে এশিয়া-প্যাসিফিক সম্মেলনের সাইড লাইনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদেরকে তিনি একথা জানান বলে জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম রয়টার্স

মাইক পেন্স বলেন, এই বৈঠকে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধের বিষয়ে কংক্রিট প্লানহবেতবে ঠিক কবে এবং কোথায় দুই নেতার এই বৈঠক হবে তা এখনও নিশ্চিত করা বলা যাচ্ছে নাএটা নিয়ে কাজ চলছে

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পেন্স বলেন, দ্বিতীয় সম্মেলনে আগে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ তালিকা এবং সেগুলোর অবস্থান সম্পর্কিত কোনও তথ্যের প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রেরতবে বৈঠকে এই বিষয়ে কংক্রিট প্লানহবে

তিনি বলেন, আমি মনে করি পরবর্তী বৈঠকে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করতে দেশটির সব অস্ত্র, নতুন নতুন পরিকল্পনা এবং পরীক্ষার মতো জরুরি বিষয়গুলো আলোচনার মাধ্যমে নির্দিষ্ট হবে

সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত উত্তর কোরিয়া ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চালু রাখার প্রয়োজন আছে বলেও ইস্ট এশিয়া সামিটের এক অধিবেশনে উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট

তিনি বলেন, চেয়ারম্যান কিম এই বিষয়ে সম্মত হয়েছেন এবং উত্তর কোরিয়াকে আমরা জবাবদিহি করবো

উল্লেখ্য, সম্প্রতি উত্তর কোরিয়ার ওপর আরোপকৃত নিষেধাজ্ঞা তুলে না নেয়ায় আবারও পারমাণবিক কর্মসূচি চালু করার হুঁশিয়ারি দেয় দেশটি

সূত্রঃ বিডি নিউজ24


শেয়ার করুন

0 facebook: