25 November 2018

হাকিম নড়লেও হুকুম নড়বে নাঃ সিইসি

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, নিরপেক্ষ দায়িত্ব পালনের ব্যাপারে আপনাদের দায়িত্ব হবে রাজনৈতিকভাবে সৎসবাইকে সমান চোখে দেখা

কারো জন্য বেশি দেখা, কারো জন্য কম দেখা - এ ধরনের আচরণ কখনও আপনারা করবেন নাকথায় আছে, হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে নাএরকম যেন হুকুম হয়, যেটা নড়বে না কখনওএই জিনিসগুলো আপনাদের দেখতে হবে

আজ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণ বিধিমালা সংক্রান্ত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি

এসময় সিইসি বলেন, ‘কঠোরভাবে যেটা দেখবেন, প্রিজাইডিং অফিসার যেন নিরাপদে থাকেপ্রিজাইডিং অফিসারের ওপর প্রচুর চাপ থাকেতার ওপরে সব দায়িত্ব থাকে ওই এলাকারতাদের সহযোগিতা করা আপনাদের দায়িত্ব, তাদের কখনও পরিচালনা করতে যাবেন না

তাহলে ভুল হয়ে যাবেতারা যখন যে সহযোগিতা চাইবেন, সেটা করবেনসহযোগিতা চাওয়ার পরিস্থিতি না থাকলে সেখানে আপনাদের বিবেক-বিবেচনার প্রয়োগ করবেন'


শেয়ার করুন

0 facebook: