25 January 2019

এবার রাজশাহী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জামাল উদ্দিন (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেননিহত জামাল গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের ময়নার ট্যাগ ঢাবের মাঠ গ্রামের গোলাম মোস্তফার ছেলে

গতকাল (বৃহস্পতিবার) ভোরে গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ সীমান্তে এ ঘটনা ঘটে বলে রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের সাহেবনগর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সুলতান মোল্লা স্বীকার করেছেন

তিনি জানান, গত (বুধবার) রাতে জামালসহ কয়েকজন সাহেবনগর সীমান্তের ১ নম্বর পিলার সংলগ্ন এলাকায় ভারতীয় গরু আনতে যানএসময় ভারতের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার ৩৫ বিএসএফের চর আষাড়িয়াদহ বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েএতে ঘটনাস্থলেই জামাল নিহত হনএসময় তার সঙ্গে থাকা অন্য রাখালরা মরদেহ নিয়ে পালিয়ে আসেন

এর আগে গত চার দিনে ঠাকুরগাঁও সীমান্তে বিএসএসের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।  মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে বিএসএফ'র গুলিতে এক জেনারুল (১৮) নামে বাংলাদেশি যুবক নিহত হয়েছেনএছাড়া, গত শুক্রবার (১৮ জানুয়ারি) ভোরে জেলার রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে বিএসএফের গুলিতে রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাদশা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম রাজু (২১) নিহত হন


শেয়ার করুন

0 facebook: