06 March 2019

মেননের ছবিতে জুতাপেটা করে অগ্নিসংযোগ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন


স্বদেশবার্তা ডেস্কঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তৃতার প্রতিবাদে তাঁর ছবিতে জুতাপেটা করে অগ্নিসংযোগ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন
  
বুধবার (৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভপূর্ব সমাবেশে বক্তারা এ প্রতিবাদ জানান। এর আগে জাতীয় সংসদে কওমি মাদ্রাসাকে বিষবৃক্ষের সঙ্গে তুলনা, ইসলামি অনুশাসনকে মোল্লাতন্ত্রও শাহ আহমদ শফীসহ আলেম সমাজ সম্পর্কে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন

সংসদে এমন বক্তব্য দিয়ে রাশেদ খান মেনন সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা হরিয়েছে উল্লেখ করে খেলাফত আন্দোলনের নেতারা বলেন, অবিলম্বে তাকে সংসদ থেকে বহিষ্কার করতে হবেস্বাধীনতার পর থেকে তারা দেশে অরাজকতা সৃষ্টি করে আসছেবঙ্গবন্ধু হত্যার চেষ্টা তারাই করেছিল

তারা বলেন, বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিলতার বিচার না হওয়ায় আজ তারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখিয়েছে

এসময় বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্বে দলের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মান্নান, মাওলানা ফিরোজ আশরাফি, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, মাওলানা সানাউল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী ও মাওলানা আফম আকরাম প্রমুখ উপস্থিত ছিলেন

বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে হাইকোর্ট চত্বর প্রদক্ষিণ করে সচিবালয়ের সামনে পুলিশের বাধায় পুনরায় প্রেসক্লাবের সামনে এসে দোয়ার মাধ্যমে মিছিল শেষ হয়


শেয়ার করুন

0 facebook: