06 March 2019

সমালোচনা করলেই বলছে দেশদ্রোহী, পাকিস্তানিঃ মমতা


আন্তর্জাতিক ডেস্কঃ পুলওয়ামা ঘটনার পর থেকেই উত্তপ্ত ভারতের রাজনীতিরপাকিস্তানের মাটিতে এয়ার স্ট্রাইকের পর মোদির নামে জয়ধ্বনি দিচ্ছে বিজেপিতার পাল্টা এয়ার স্ট্রাইকের আসল তথ্য প্রকাশের দাবি পাল্টা চাপ দিচ্ছে বিরোধীরাবিরোধীদের এমন অবস্থানের প্রেক্ষিতে বিজেপিও পাল্টা প্রচারে নেমে পড়েছে

নিয়ম করে প্রতিটি সভায় এয়ার স্ট্রাইকের প্রসঙ্গ তুলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিতার কথায়, আঘাত লেগেছে পাকিস্তানের, কিন্তু শোরগোল করছে ভারতের কয়েকজনমোদি বিরোধিতা করতে গিয়ে দেশের বিরোধী হবেন না

মঙ্গলবার (৫ মার্চ) নবান্ন থেকে বেরানোর সময় পাল্টা সেনাকে নিয়ে নরেন্দ্র মোদির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়বলেন, আমরা দেশের পক্ষেআমরা জনগণের পক্ষেআমরা মানুষেরকিন্তু আমরা মোদিবাবুর বিপক্ষেউনি প্রধানমন্ত্রী পদের লজ্জাতাকে সমর্থন দিচ্ছেন কিছু ন্যাশনাল চ্যানেলহয়তো ভিকটিম অব দ্য সারকামটান্সেস হবে

দিন কয়েক আগে এয়ার স্ট্রাইকে কত মারা গেছে তা জানতে চেয়েছিলেন মমতাতিনি বলেন, দেশের লোক প্রকৃত সত্য জানতে পারছে নাএর জন্য যা ইচ্ছে শাস্তি দিতে পারিসাধারণ নাগরিক হিসেবে কথা বলার অধিকার আমার আছে

এর পাশাপাশি পুলওয়ামার ঘটনায় কেন্দ্রের ব্যর্থতার কথাও উল্লেখ করেন মমতাতার প্রশ্ন, কেন পুলওয়ামাতে ঘটনা হল? কেন রাজনীতি হবে? কে দায়ী? কেন বাঁচানোর চেষ্টা হল না?

মমতার কথায়, সেনাদের রক্ত নিয়ে রাজনীতি করা যাবে নাতাদের রক্ত নিয়ে যারা রাজনীতি করছে তাদের নিন্দা করিআমরা দেশবাসীর পক্ষে, সেনাদের পক্ষে, আমরা শান্তির পক্ষে, আমরা দাঙ্গা নয়, শান্তির পক্ষে

মমতা আরও বলেন, বিজেপি পার্টিটাকেও প্রাইভেট কোম্পানি করে দিয়েছে মোদি-শাহওই দলে কারও কোনও মূল্য নেইভয় দেখিয়ে চোখ রাঙিয়ে দমন করছে বিরোধীদেরযেই সমালোচনা করছে, তাকে পাকিস্তানি ও দেশদ্রোহী বলে দেওয়া হচ্ছে

মমতা মনে করিয়ে দেন, আমরা হিন্দুস্তানি, এটা গর্ববাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি, এটা আমাদের গর্ববাংলার আমার বাবা স্বাধীনতা আন্দোলন করে এসেছিলেনদেশপ্রেমের শিক্ষা তাদের কাছে নেব না, যারা গান্ধীজিকে খুন করেছে


শেয়ার করুন

0 facebook: