স্বদেশবার্তা ডেস্কঃ হেফাজতে
ইসলাম শুক্রবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তরগেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
করার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে
বলা হয়েছে, জাতীয় সংসদে কওমি মাদ্রাসাকে বিষবৃক্ষের সঙ্গে তুলনা, ইসলামী অনুশাসনকে 'মোল্লাতন্ত্র' ও শাহ আহমদ শফীসহ আলেমসমাজ সম্পর্কে বাংলাদেশের ওয়ার্কার্স
পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তৃতার তীব্র প্রতিবাদেই শুক্রবার এ বিক্ষোভ সমাবেশ
করবেন হেফাজত অনুসারীরা।
আরও
বলা হয়, হেফাজত আমির শাহ আহমদ শফীর নির্দেশে ঢাকা মহানগর হেফাজত শুক্রবার
জুমার নামাজের পর বিক্ষোভ করবে। ঢাকা
মহানগর হেফাজতের সভাপতি নূর হোছাইন কাসেমী এ বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করবেন।
এর
আগে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন খেলাফত আন্দোলনের কর্মীরা। পরে সমাবেশ শেষে রাশেদ
খান মেননের ছবিতে জুতাপেটা করে অগ্নিসংযোগ করেন আন্দোলনকারীরা।
সমাবেশে
নেতারা বলেন, এমন জঘন্য বক্তব্য দিয়ে রাশেদ খান মেনন সংসদ সদস্য পদে থাকার
যোগ্যতা হরিয়েছেন। অবিলম্বে তাকে সংসদ থেকে বহিষ্কার করতে হবে।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: