ছবিঃ সংগৃহীত |
স্বদেশবার্তা ডেস্কঃ সৌদি
আরব থেকে বড় ধরনের বিনিয়োগের আশা করছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে, সৌদি বিনিয়োগকারিরা এ দেশে বিদ্যুৎকেন্দ্র স্থাপন, সিমেন্ট উৎপাদন, ইউরিয়া সারকারখানা
গড়ে তোলা, জ্বালানি তেল পরিশোধনাগার এবং হসপিটালিটি খাতে কয়েক বিলিয়ন ডলার
বিনিয়োগে এগিয়ে আসবে।
সৌদি
বাণিজ্য এবং পরিকল্পনামন্ত্রীর সাথে আজ বৃহস্পতিবারের বৈঠকে এই বিনিয়োগের প্রস্তাব
বাংলাদেশের পক্ষ থেকে দেয়া হবে বলে জানা গেছে। সৌদি আরবের বাণিজ্য
ও বিনিয়োগ মন্ত্রী মাজেদ বিন আব্দুল্লাহ আল-কাসাবি এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ
বিন মেজইয়ে আলতাইজরির নেতৃত্বে সৌদি প্রতিনিধিদের সাথে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।
গতকাল
বুধবার এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা)
চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম জানান সৌদি আরবের দুই মন্ত্রীসহ ৩৪ সদস্যের প্রতিনিধিদল
ঢাকায় আসছে, যার মধ্য দিয়ে বাংলাদেশে জ্বালানি, স্বাস্থ্য ও বিমান চলাচলসহ অনেকগুলো খাতে বড় বিনিয়োগ হবে বলে
আশা করা হচ্ছে।
তিনি
বলেন, এই সফরে অন্তত ১৬টি প্রকল্পে দেড় থেকে দুই হাজার কোটি ডলার বিনিয়োগ
আসবে বলে আশা করছেন তারা। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ সংবাদ সম্মেলনে
উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের ইতিহাসে
সবচেয়ে বড় কলেবরের সৌদি প্রতিনিধিদের সফর হচ্ছে এটা। তারা ৩০ বছর আগে ইসলামী
ব্যাংকে একটি ক্ষুদ্র বিনিয়োগ করেছিল।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ১৭-১৮ অক্টোবর সৌদি আরব সফর
করেন। সে সময় বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে দেশটির বেশ কিছু প্রতিষ্ঠান
সমঝোতা চুক্তি (এমওইউ) সই করে। গত ১০-১১ ফেব্রুয়ারি সৌদি আরবের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল
বাংলাদেশ সফর করার পর এসব বিনিয়োগে বেশ কিছুটা অগ্রগতি হয়েছে বলে জানা গেছে। শিল্প মন্ত্রণালয় সূত্র জানা গেছে, সৌদি আরবের ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন বাংলাদেশে বৈদ্যুতিক ট্রান্সফরমার
উৎপাদনে সাড়ে তিন কোটি ডলার বিনিয়োগের আশ্বাস দিয়েছে। সৌদি প্রতিষ্ঠানটি
বাংলাদেশে নতুন একটি সিমেন্ট কারখানা গড়ে তোলার প্রস্তাবও দিয়েছে।
সৌদি
আরবের আল-রাজি গ্রুপ ও সৌদি রাকেন কোম্পানি বিসিআইসির সিলেট বা অন্য কোনো সারকারখানার
সুবিধাজনক খালি জায়গায় ইউরিয়া সারকারখানা স্থাপনে আগ্রহ ব্যক্ত করেছে। বেসামরিক বিমান পরিবহন
ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কক্সবাজারে আন্তর্জাতিক মানের একটি হোটেল নির্মাণসহ
সাতটি প্রকল্পে সৌদি বিনিয়োগের প্রস্তাব রয়েছে।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: