18 March 2019

নিউজিল্যান্ডের দুটি মসজিদে ভয়াবহ হামলার ঘঠনায় ওআইসির জরুরি বৈঠক ডেকেছেন এরদোয়ান

ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ হামলায় ৫০ জন মুসলমান নিহত হওয়ার বিষয়ে ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছেওআইসির সভাপতি তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান জরুরি এ বৈঠক আহ্বান করেনআগামী ২২ মার্চ তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চ্যাভুসোগ্লু জানান, ইস্তাম্বুলে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরী এ বৈঠকে সম্প্রতি ঘটে যাওয়া নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর ও লিনউড মসজিদে হামলার বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হবে

বিশেষত অমুসলিম দেশগুলোতে মুসলিমদের নিরাপত্তা ও ক্রমবর্ধমান ইসলামফোবিয়ানিয়ে মুসলিম দেশগুলোর করণীয় নির্ধারণে আলোচনা হবেওআইসিভূক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরী এ বৈঠকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান আযোজক দেশ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চ্যাভুসোগ্লুক্রাইস্টচার্চ হামলার পাশাপাশি সম্প্রতি ফিলিস্তিন ও আল আকসা বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে

এর আগে এ হামলার পর শুক্রবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ ওআইসির বর্তমান সভাপতি দেশ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চ্যাভুসোগ্লুকে টেলিফোন করে ওআইসির জরুরি বৈঠক ডাকার তাগিদ দেন

সোমবার এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরেশীর সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের পর ২২ মার্চ বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয়। প্রসঙ্গত, শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুক্রবার জুমার নামাজের সময় দুটি মসজিদে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৫০ জন নিহত হয়েছেন

আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৪৮জননিহতদের মধ্যে চার বাংলাদেশিও রয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ৭ বাংলাদেশিওই মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় পথচারীর খবরে ভাগ্যক্রমে হামলা থেকে প্রাণে বেঁচে যান বাংলাদেশের ক্রিকেটাররানামাজরত অবস্থায় মুসল্লিদের ওপর শেতাঙ্গ বন্দুকধারীর চালানো স্মরণকালের ইতিহাসে বর্বরোচিত এ হামলার ঘটনায় নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে


শেয়ার করুন

0 facebook: