06 April 2019

ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটে কোনো বিরোধ নেইঃ ফখরুল

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটে কোনো বিরোধ নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে উদ্দেশে জোট ও ঐক্যফ্রন্ট গঠন হয়েছিল, আমরা সে লক্ষ্যে এখনো অবিচল আছি। শনিবার (৬ এপ্রিল) রাজধানীতে ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির চতুর্থ কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে একতরফা বিচার করে সাজা দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, একাদশ সংসদ নির্বাচনের আগে প্রধানন্ত্রীর সঙ্গে সংলাপে গায়েবি মামলার তালিকা দেয়া হয়েছিল। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ৫ হাজার গায়েবি মামলা করা হয়েছে। নেতাকর্মীদের গায়েবি মামলা দিয়ে হয়রানি করে নির্বাচনে জয়লাভ করেছে আওয়ামী লীগ।


শেয়ার করুন

0 facebook: