![]() |
ছবিঃ সংগৃহীত |
স্বদেশবার্তা ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করা হলে খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে চিন্তা করবে সরকার। শনিবার (৬ এপ্রিল) জামালপুরের দেওয়ানগঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা দেয়া হচ্ছে বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে।
তিনি আরও বলেন, বিএসএমএমইউ'র চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা ভালো। তারপরও যদি তাঁর চিকিৎসার জন্য বিএনপি প্যারোলে মুক্তির আবেদন করে, আর সেটা যদি মনে হয়, তবে বিষয়টি সরকার ভেবে দেখবে।
0 facebook: