এছাড়া বিজেপি প্রার্থীর দাবি, বর্তমানে গরুকে গুরুত্ব দেয়া হচ্ছে না। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন সাধ্বী।
এসময় তিনি বলেছেন, গোধন অমৃত সমান। আমি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত ছিলাম যা নিজেই নিরাময় করতে সক্ষম হয়েছি। গো-মূত্র এবং পঞ্চগভ্য মিশ্রণে তৈরি আয়ুর্বেদিক ওষুধে আমার ক্যানসার সেরে গেছে।
এছাড়া তিনি দাবি করেছেন, গরুর পেছন থেকে সামনে পর্যন্ত হাত দিয়ে আদর করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। উল্টো করলে শরীর অস্থির হয়ে যাবে।
এর কয়েকদিন আগে বাবরি মসজিদ নিয়ে বেফাঁস মন্তব্য করেন এই নেত্রী। তিনি বলেন, বাবরি মসজিদ গুঁড়িয়ে দিয়ে তার মাথায় চড়েছিলাম।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
Cowdung remove brain. so eat it
ReplyDelete