28 April 2019

চাঁদপুরে বাসের ধাক্কায় ৫ অটোযাত্রী নিহত


স্বদেশবার্তা ডেস্কঃ চাঁদপুরের শাহরাস্তিতে বাসের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। রোববার সকাল ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তির কাকড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
শাহরাস্তি মডেল থানার ওসি শাহ আলম জানান, অটোরিকশাটি শাহরাস্তির দোয়াভাঙ্গা থেকে কালিয়াপাড়া হয়ে যাচ্ছিল।

সকাল ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তির কাকড়তলা এলাকায় বিপরীতমুখী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত দুজন।

আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানান ওসি।


শেয়ার করুন

0 facebook: