আটক স্মাগলার হিন্দু যুবক দেব্ব্রত |
স্টাফ রিপোর্ট।। গোপালগঞ্জে বিদেশি মদ তৈরির সরঞ্জাম ও ২শ’ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার শহরের মডেলস্কুল রোডের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- খুলনার রূপসা উপজেলার গিলাতলা গ্রামের অমিয় দত্তের ছেলে দেবব্রত দত্ত (৩৮), একই উপজেলার সিংগুরডাঙ্গা গ্রামের পুলিন বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস (৩৮) ও ফুলতলা উপজেলা সদরের ইব্রাহিম হাওলাদারের মেয়ে শামীমা শারমীন (২৪)।
গোপালগঞ্জ সদর থানার এসআই বকুল জানান, দেড় মাস আগে বাড়ি ভাড়া নিয়ে সেখানে কেমিক্যালের সাথে বিদেশি মদ মিশিয়ে ভেজাল মদ তৈরি করে বিক্রি করে আসছিল ওই তিনজন। তারা সেখানে অসামাজিক কর্মকাণ্ড চালাত বলেও অভিযোগ রয়েছে।
তিনি জানান, গোপন সংবাদে ওই বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ বিদেশি মদ তৈরির সরঞ্জাম ও ২শ’ পিসইয়াবাসহ ওই তিন মাদক ব্যসায়ীকে আটক করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
খবর বিভাগঃ
অপরাধ
হিন্দু সমাচার
0 facebook: