24 August 2019

রবিন্দ্রের “আমার সোনার বাংলা” নামক দেবি বন্দনার ইস্যুতে নোবেলকে পরিকল্পনামন্ত্রীর তীব্র আক্রমণ


স্টাফ রিপোর্টার।। ভারতীয় ইসলাম বিদ্বেষী কবি রবিন্দ্রের লিখা আমার সোনার বাংলা গান তথা বাংলাদেশের কতিত জাতীয় সঙ্গীত নিয়ে নিজের মতামত ব্যক্ত করায় সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলের কড়া সমালোচনা করেছে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সে বলেছে, ‘আমাদের ইতিহাস নিয়ে, পরিচয় নিয়ে নাড়াচাড়া করার জ্ঞান, বুদ্ধি-বিদ্যা তোমার মোটেও নেই।

শুক্রবার (২৩ আগস্ট) পুরান ঢাকার লক্ষ্মীবাজারে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ মিলনায়তনে শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী।

সে বলেছে, ‘বাংলাদেশের জাতীয় সঙ্গীত, পতাকা, আমাদের দেশ সম্পর্কে মূর্খের মতো মন্তব্য করেছে এক ছোকড়া। তার নাম নোবেল। আমার খুব স্নেহ ছিল তার প্রতি। বাচ্চা ছেলে, ভালো গান গাইছে, সুন্দর লাগে। সে কী বলল, যে আমাদের জাতীয় সঙ্গীত সঠিক নয়! আরো ভালো জাতীয় সঙ্গীত তার কাছে লাগে!

সে আরো বলে, ‘এভাবে জাতি সম্পর্কে মন্তব্য করা তোমার মতো বাচ্চা ছোকড়া ছেলের উচিত নয়। তুমি মোটামুটি পরিচয় অর্জন করেছ। এটাকে আরও বাড়িয়ে নিয়ে যাও। আমরা তোমাকে আশীর্বাদ করি। কিন্তু আমাদের ইতিহাস নিয়ে, পরিচয় নিয়ে নাড়াচাড়া করার জ্ঞান, বুদ্ধি-বিদ্যা তোমার মোটেও নেই।


শেয়ার করুন

0 facebook: